১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি

ষ্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। ৫ আগস্টের পর এটি তার প্রথম সফর, প্রায় ১৬ মাস পর নিজ জেলায় ফিরলেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় তাকে স্বাগত জানান পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, পাবনা পৌঁছে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর আরিফপুর কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন এবং পরে নিজ বাসভবনে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। সন্ধ্যায় তিনি সার্কিট হাউসে রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রবিবার, সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার পঞ্চম পাবনা সফর। এর আগে তিনি প্রথম সফর করেন ২০২৩ সালের ১৫ মে, দ্বিতীয়বার ২৭ সেপ্টেম্বর, তৃতীয়বার ২০২৪ সালের ১৬ জানুয়ারি এবং সর্বশেষ চতুর্থবার ৯ জুন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD