সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার

সচিবালয়ের ভেতরে আবারও বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। তারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ তিন দফা দাবি তুলেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত একদল কর্মচারী মিছিল শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মচারীদের দাবিগুলো হলো—
১. যৌক্তিক দাবি-দাওয়ায় বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার অপসারণ।
২. আগামী নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন।
৩. ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদবির পরিবর্তন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, “আমাদের দাবি ন্যায্য। সরকার দ্রুত এগুলো পূরণ করবে বলে আমরা আশা করি।”

এর আগে চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা টানা আন্দোলন করেছিলেন। পরে সরকার অধ্যাদেশটি সংশোধন করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD