মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। ফলাফল ঘোষণার পর ট্রাম্পের প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। তিনি বলেছেন, “মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি।”

বুধবার (৫ নভেম্বর) মায়ামিতে এক ভাষণে ট্রাম্প বলেন, “আমরা পরিস্থিতি সামলে নেব, তবে যুক্তরাষ্ট্র আজ তার সার্বভৌমত্ব হারিয়েছে। নিউইয়র্কের ভোটাররা বামপন্থি জোহরান মামদানিকে তাদের মেয়র হিসেবে নির্বাচিত করে ভুল করেছে।”

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দলের সদস্য জোহরান মামদানি সম্পর্কে ট্রাম্প মন্তব্য করেন, “নিউইয়র্ক এখন কমিউনিস্ট শহরে পরিণত হচ্ছে।” তার মতে, নিউইয়র্কবাসী এখন “কমিউনিজম ও সাধারণ জ্ঞানের” মধ্যে বেছে নেওয়ার কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “মানুষ খুব শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে ফ্লোরিডায় চলে আসবে। ফ্লোরিডাই হবে মুক্ত চিন্তার শেষ আশ্রয়স্থল।”

অন্যদিকে, বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ব্রুকলিনে বিজয় ভাষণ দেন জোহরান মামদানি। মঞ্চে উঠে তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি শুধু বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”

তিনি আরও বলেন, “আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়েই যেতে হবে। আজ নিউইয়র্ক প্রমাণ করেছে—আশা এখনো বেঁচে আছে। মানুষ এখন তাদের নেতাদের কাছে আরও সাহসী পদক্ষেপ আশা করছে।”

সমর্থকদের উদ্দেশে তিনি যোগ করেন, “এই রাজনৈতিক অন্ধকারের সময়ে নিউইয়র্ক আলোর প্রতীক হয়ে থাকবে।”

সূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD