ভোলায় পৌরসভার ৩ গাড়িতে দুর্বৃত্তের আগুন

ভোলা প্রতিনিধি

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পৌরসভার তিনটি পিকআপভ্যানে আগুন দিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে নতুন বাজার এলাকায় হকাররা পৌরসভার জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা জায়গা না ছাড়ায় কর্তৃপক্ষ আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, উচ্ছেদ অভিযানের সময় হকারদের সঙ্গে পৌর কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে ক্ষুব্ধ হকার ও দুর্বৃত্তরা পৌরসভার তিনটি ময়লার পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে কিছু দখলদার পৌরসভার জমি দখল করে ব্যবসা করছিল। শহরে শৃঙ্খলা ও যানজট নিরসনের স্বার্থে আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছি।”

ভোলার পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক বলেন, “পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” উল্লেখ করে বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD