ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর, দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকা সত্ত্বেও নতুন নিয়োগবিধিতে তাদের জন্য কোনো পদ রাখা হয়নি।
তাদের অভিযোগ, পূর্ব প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও লাইভস্টক অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চায়, যার ফলে টেকনিক্যাল ডিগ্রিধারীরা বাদ পড়ছেন এবং সাধারণ শিক্ষা সনদধারীরা চাকরিতে সুযোগ পাচ্ছেন।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের ডিগ্রির স্বীকৃতি না দেওয়া ও নিয়োগবিধিতে স্থান না রাখার বিষয়টি চরম অবিচার। অবিলম্বে সংশোধন না হলে দেশের সব আইএলএসটি ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

অবরোধ চলাকালে আঞ্চলিক সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছুদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসের পর দুপুরে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে আলোচনায় বসেন।

শিক্ষার্থীরা জানান, তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছেন, তবে দ্রুত দাবির বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনে নামবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD