আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুরে এসে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হয়েছিলেন তামিম। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হলেও শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার ঘটনায় অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানা গেছে।
খেলোয়াড়ি জীবনের পর ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে বোর্ডের মাধ্যমে অবদান রাখার ইচ্ছা ছিল তামিমের। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় ভূমিকা রাখতে চেয়েছিলেন তিনি। তবে প্রার্থিতা প্রত্যাহারের ফলে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।
তামিমের না থাকায় বিসিবি নির্বাচনে পরিচালকের পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্রে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়। জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা মিলে গঠিত ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত ২৫ পরিচালকের ভোটেই পরবর্তীতে বোর্ড সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।









