ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ওয়াক্ফ ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার পথে হঠাৎ ককটেল বিস্ফোরণে তার পা ও হাতে জখম হয়। তিনি জানান, প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তার ধারণা, পাশের ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়ে মারা হতে পারে।

এর আগের দিন শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিলের মধুবাগ সেতুতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

এ ছাড়া রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের রায়’ ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন, ককটেল নিক্ষেপ ও বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা বাড়ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD