ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার ফিলিস্তিনের পক্ষে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রোববার (২১ সেপ্টেম্বর) প্রথমে কানাডা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ঘোষণা করে। এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনর্জীবিত করতে আমি আজ ঘোষণা করছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর ঘোষণায় বলেন, “কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করছি।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে একটি যৌথ উদ্যোগের অংশ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের আগেই কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতির ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।









