দুর্গাপূজার ছুটি ঘিরে পর্যটকে ভরে উঠেছে কুয়াকাটা সমুদ্রসৈকত। বুধবার (১ অক্টোবর) বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব-পশ্চিমের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসুরা পরিবার-পরিজন নিয়ে সাগরের ঢেউ, সূর্যাস্ত ও নানা বিনোদনে মেতে উঠেছেন। কেউ হাঁটাহাঁটি করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ সাগরে স্নানে ব্যস্ত।
পর্যটকের চাপ বাড়ায় কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে আগাম বুকিং প্রায় ৯৫ শতাংশ পূর্ণ হয়ে গেছে। স্থানীয় হোটেল ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের সেবা ও নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, টানা ছুটিতে পর্যটকদের ভিড় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।









