পাবনা পৌর এলাকায় পরকীয়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সুভেল নামের এক যুবককে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে। তিনি পেশায় চায়ের দোকানি ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে নাইম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে মিল্লাত ও তার সহযোগী সুভেলের বাকবিতণ্ডা হয়। ওই সময় গৃহবধূর স্বামীর সঙ্গে ছিলেন আকাশ ও নাইম। একপর্যায়ে মিল্লাত ছুরি দিয়ে আকাশের বুকে ও নাইমের পিঠে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকাশ অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুভেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









