ট্রাম্পের প্রস্তাবে গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

লিড নিউজ বিডি ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে গাজা এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের উপর নেতানিয়াহু সম্মতি জানান।

ট্রাম্পের পরিকল্পনায় গাজায় হামলা বন্ধ ও বন্দি-জিম্মিদের মুক্তি সংক্রান্ত সুস্পষ্ট ধাপ রয়েছে। নেতানিয়াহু এই প্রস্তাবে সম্মতিতে জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ হিসেবে সাধারণ প্রত্যাহার করা হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

নেতানিয়াহু আরও বলেছেন, পরবর্তী প্রক্রিয়ায় একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে যার দায়িত্ব থাকবে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ এবং গাজার সামরিকীকরণ রোধ—অর্থাৎ গাজা যেন আর কোনো সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার না হয় তা নিশ্চিত করা। তিনি বলেন, “যদি এই আন্তর্জাতিক সংস্থা সফলভাবে তার কাজ সম্পন্ন করতে পারে, তাহলে আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারব।”

প্রস্তাব অনুযায়ী গাজার ওপর সরাসরি হামাসের স্বশাসন থাকবে না; সেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও আরব দেশগুলোর সমন্বয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করার মনোভাব রয়েছে। এই প্রশাসনের রূপায়ণে ট্রাম্পের ভূমিকা উল্লেখযোগ্য অবস্থানে থাকবে—এমনটাই প্রস্তাবে বলা হয়েছে।

এই উদ্যোগ কিভাবে বাস্তবে রূপ পাবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো—বিশেষত হামাস—এতে কতটা সাড়া দেবে, তা এখনই স্পষ্ট নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ প্রস্তাব বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ দেখছেন, যখন সংশ্লিষ্ট অঞ্চল ও বিশ্বমঞ্চে প্রতিক্রিয়া কেমন হবে তাও নজর রাখতে থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD