গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিল ইসরায়েলি সরকার

লিড নিউজ বিডি ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছে ইসরায়েলি সরকার ও রাজনৈতিক নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আহ্বানের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও ও কান পাবলিক ব্রডকাস্টার।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজায় হামলা বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলকে অবিলম্বে আক্রমণ স্থগিত করার আহ্বান জানান। এর পরপরই ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দেন।

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ জানান, রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় সামরিক অভিযান সীমিত রাখতে এবং কেবল প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখতে নির্দেশ দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, “গাজা শহর দখলের অভিযান আপাতত অবরুদ্ধ ও স্থগিত করা হয়েছে।”

সূত্র বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে অভিযান ‘ন্যূনতম পর্যায়ে’ নামিয়ে আনার নির্দেশ দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন। হামাস সেই পরিকল্পনার প্রতি আংশিক সম্মতি জানায়। পরে হোয়াইট হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে আমি বিশ্বাস করি। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তির সূচনা হবে।”

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলি বন্দিদের—জীবিত ও মৃতদেহ উভয়কেই—ট্রাম্পের প্রস্তাবিত বিনিময় চুক্তির আওতায় মুক্তি দিতে প্রস্তুত। তবে এ বিষয়ে মাঠপর্যায়ের বাস্তবায়নযোগ্য শর্তগুলো নিশ্চিত করতে হবে বলে সংগঠনটি জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD