খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি

খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভন্দু রায় চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। অন্যদিকে কুটি ও শামীম নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দয়না সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। তাকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপরও গুলি চালানো হয়। এ সময় সুপর্না সাহাসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পর সুপর্না সাহাও মারা যান।

পরদিন, ৪ জানুয়ারি নিহত পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, মামলায় মোট ৯ জন আসামি ছিলেন। এর মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড এবং দুইজনকে খালাস দিয়েছেন আদালত। তিনি বলেন, “রায়ের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটল। আমরা বিচার পেয়ে সন্তুষ্ট।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD