উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

খুলনা প্রতিনিধি

খুলনার মুজগুন্নিতে গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে চালানো এ অভিযানে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, মুজগুন্নির বাস্তুহারা কলোনির প্রায় ২ একর জমিতে বর্তমানে বসবাস করছে প্রায় ২০০ পরিবার। কিন্তু ১৯৮৭ সালে এ জমিটি প্লট আকারে বিক্রি করা হয়। দীর্ঘ ৩৫ বছর পার হলেও ৪২ জন প্লট মালিক এখনও তাদের জমি বুঝে পাননি। অবশেষে আইনি প্রক্রিয়া শেষ করে রোববার সকালে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান শুরুর পরপরই বাসিন্দারা প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করলে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ পিছু হটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষ চলাকালে উচ্ছেদ অভিযানে আনা বুলডোজারও ভেঙে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে। তারা দাবি জানান, পুনর্বাসনের নিশ্চয়তা না দিলে উচ্ছেদ কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে। পুলিশের ওসিসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD