দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার পর প্রধান সন্দেহভাজন ডা. উমর উন-নবীরের বাড়ি ধ্বংস করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কেল্লার নিকটবর্তী নেতাজি সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালের কাছে হুন্ডাই আই-২০ গাড়িতে বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন। তদন্তে পাওয়া ডিএনএ নমুনা উমরের মায়ের নমুনার সঙ্গে মিলিয়ে বিস্ফোরণস্থলে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন উমর।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, কাশ্মীরে উমরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া দেশের ভেতরে সন্ত্রাসে জড়িতদের জন্য একটি বার্তা। এর আগেও পহেলগামে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িতদের বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের আগে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপকরণ এবং অ্যাসল্ট রাইফেলের মতো আধুনিক অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে উমরের দুই সহযোগী—চিকিৎসক মুজাম্মিল ও শাহিন সাঈদকে। তারা বর্তমানে হেফাজতে রয়েছেন এবং বিপুল বিস্ফোরক মজুতের নেপথ্যের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্তকারীদের ধারণা, জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি মডিউল বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। সহযোগীরা ধরা পড়ার পর আত্মগোপনে থাকা উমর আতঙ্কে গাড়িতেই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD