আসিফ নজরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর

ষ্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর এবং নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের অবস্থান শক্ত করতে এবং উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে নানা মন্তব্য করে। এর কিছু সত্য হলেও তাতে জনগণের মধ্যে অযথা শঙ্কা তৈরি হয়। প্রায় ১৬-১৭ বছর দেশে নির্বাচন হয়নি, ফলে মানুষের মনে কিছুটা উদ্বেগ স্বাভাবিক। তবে এখন সাধারণ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে—তারা ভোট দিতে আগ্রহী ও উৎসাহী।”

জামিন প্রসঙ্গে তিনি বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটি ব্যতিক্রমী বিবেচিত হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে তা দেওয়া উচিত। তবে যারা জামিন পেয়ে আবারও একই অপরাধ করতে পারে, নিষিদ্ধ সংগঠনের হয়ে সক্রিয় হতে পারে বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে—তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।”

আদালত সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলার জট কমানো যায়। আদালত ব্যবস্থায় চলমান সংস্কারের সুফল অচিরেই জনগণ অনুভব করবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD