দুর্বল শাসনব্যবস্থা বাংলাদেশে সরকার পতনের কারণ : অজিত দোভাল

লিড নিউজ বিডি ডেস্ক

দুর্বল শাসনব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের অন্যতম মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

শনিবার (১ নভেম্বর) রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দোভাল বলেন— “দুর্বল শাসন কাঠামো অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় অনানুষ্ঠানিকভাবে সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের প্রকৃত শক্তি নিহিত কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। বর্তমান যুগে প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নাগরিকদের সন্তুষ্ট রাখা, কারণ তারা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও প্রত্যাশাপূর্ণ।”

অজিত দোভাল মনে করেন, একটি জাতির প্রকৃত ক্ষমতা তার শাসন কাঠামোর ওপর নির্ভর করে। “যখন সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন সেই ব্যক্তিরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, যারা এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন ও পরিচালনা করেন,”— বলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে দোভাল আরও বলেন, “ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে— নতুন শাসন মডেল, সামাজিক কাঠামো ও বৈশ্বিক অবস্থানের মাধ্যমে। দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক সংস্কার ইতিবাচক পরিবর্তন আনছে।”

তিনি ভালো শাসনের মূল উপাদান হিসেবে নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নকে গুরুত্ব দেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “প্রযুক্তি যেমন জনসেবার দক্ষতা বাড়ায়, তেমনি এটি সাইবার হুমকি থেকে রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD