সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

ষ্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এতদিন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের পাশাপাশি এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়ার পাশাপাশি ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদেও নিয়োগ দেওয়া হয়।

একই ব্যক্তির হাতে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্ব অর্পণ করা নিয়ে তখন প্রশাসনিক ও জনমহলে সমালোচনা দেখা দেয়। তবে তাকে হঠাৎ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলির কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD