ব্যাটিং ব্যর্থতায় ক্যারিবীয়দের কাছে বাংলাদেশের সিরিজ হার

ক্রীড়া প্রতিবেদক

নাগালের মধ্যেই ছিল লক্ষ্য, কিন্তু শেষ পর্যন্ত সেই ১৫০ রানের টার্গেটই বড় হয়ে গেল লিটন দাসদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ১৪ রানে হেরে সিরিজও হাতছাড়া করেছে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে লিটন দাসের দল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান, কিন্তু স্পিনার আকিল হোসেনের নিখুঁত বোলিংয়ে বাংলাদেশের শেষ জুটি রিশাদ হোসেন ও নাসুম আহমেদ কোনো বাউন্ডারিই তুলতে পারেননি। উল্টো দুজনই আউট হয়ে ফেরেন, আর তাতেই শেষ হয় বাংলাদেশের লড়াই।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুর্দান্ত সূচনা পায় স্বাগতিকরা—১১ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে তোলে ১০৫ রান। তবে নাসুম আহমেদের ঘূর্ণিতে পাল্টে যায় ম্যাচের চিত্র। ১২তম ওভারে টানা দুই বলে ফেরান দুই সেট ব্যাটারকে। পরে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানও চাপ বাড়ান। শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ, হারায় ৮ উইকেট।

কিন্তু বোলারদের এমন চেষ্টার পরও ব্যাট হাতে ব্যর্থতা কাটাতে পারেনি বাংলাদেশ। শুরুতেই ধীরগতির ব্যাটিংয়ে চাপে পড়ে দল। সাইফ হাসান (১১ বলে ৫) ও লিটন দাস (১৫) দ্রুত ফেরার পর কিছুটা লড়াই করেন তানজিদ হাসান। চারটি জীবন পেয়ে তিনি ৪৮ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন।

তবে অন্য প্রান্তে সঙ্গী হারিয়ে একা লড়েছেন তানজিদ। তাওহীদ হৃদয় (১৮), জাকের আলী (১৭), শামীম হোসেন, রিশাদ বা তানজিম—কেউই দলের বিপর্যয় সামাল দিতে পারেননি।

১৬ ওভার শেষে ম্যাচের সমীকরণ দাঁড়ায়—৪২ রান দরকার, হাতে সাত উইকেট। কিন্তু শেষ ২৪ বলে আসে মাত্র ২৯ রান, সঙ্গে হারায় আরও ৫ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আকিল হোসেন (২/১৭) ও জেসন হোল্ডার (২/২৩)। শেষ ওভারে আকিলের সঠিক লাইন–লেংথই বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ করে দেয়।

প্রথম ম্যাচে ১৬ রানের পর এবার ১৪ রানে পরাজিত হয়ে সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। শুক্রবারের শেষ টি–টোয়েন্টি এখন কেবল মর্যাদা রক্ষার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)
বাংলাদেশ: ১৩৫/৮ (তানজিদ ৬১, জাকের ১৭; আকিল ২/১৭, হোল্ডার ২/২৩)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১৪ রানে; সিরিজে ২–০ এগিয়ে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD