এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

ষ্টাফ রিপোর্টার

বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে। শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এনসিপিকে এই প্রতীক দেওয়ার সুযোগ নেই। কমিশন আগের অবস্থানে অটল রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাবও কমিশনের কাছে আসেনি।”

আরপিও (Representation of the People Order) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, “কমিশন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা অনুচিত।”

তিনি আরও বলেন, “আরপিও সংশোধনের প্রস্তাবগুলো কমিশন পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, যেগুলো সামান্য ভাষাগত বা সংখ্যাগত সংশোধনের প্রয়োজন, যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD