পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১০

লিড নিউজ বিডি ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। এ ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এফসি (ফ্রন্টিয়ার কর্পস) সদরদপ্তরের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর প্রদেশজুড়ে সব হাসপাতালকে জরুরি অবস্থায় রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় ওই গাড়িটি বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে বলেন, “এ ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানি জাতির মনোবল দুর্বল করতে পারবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ প্রদেশে পরিণত করতে বদ্ধপরিকর।”

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়ে বলেন, ভারতের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরাই এ হামলার পেছনে রয়েছে। তিনি আরও বলেন, “ফিতনা-আল-খাওয়ারিজ ও ভারতের স্বার্থে কাজ করা এ ধরনের উগ্রপন্থিরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।”

ঘটনার পর বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, কোয়েটার সিভিল হাসপাতাল, বেলুচিস্তান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ট্রমা সেন্টারে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে হাসপাতালে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD