নেতানিয়াহুর ভাষণের পর প্রবেশ করে বাংলাদেশ : উপ-প্রেস সচিব

ষ্টাফ রিপোর্টার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিল না বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিল— এমন প্রচারণা পতিত শক্তির অপপ্রচার ছাড়া আর কিছু নয়। মিথ্যাই এখন তাদের একমাত্র অবলম্বন।”

তিনি জানান, নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার দুটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। প্রথমটি সকাল ৯টায় হোটেলে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।

আজাদ মজুমদার লিখেন, এসব কর্মসূচি শেষে যখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সাধারণ পরিষদের হলে প্রবেশ করে, তখন বক্তব্য দিচ্ছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস। এর আগে ইসরায়েল, পাকিস্তান ও চীনের প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শেষ করেছেন।

উল্লেখ্য, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই ৫০টিরও বেশি দেশের ১০০ জনের বেশি কূটনীতিক অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তাদের মধ্যে আরব ও মুসলিম দেশগুলোর প্রতিনিধি ছাড়াও আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিক ছিলেন। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সেই সময় সাধারণ পরিষদে বাংলাদেশের সংরক্ষিত আসনগুলোও খালি ছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD