donald trump

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

লিড নিউজ বিডি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি গাজা নিয়ে দ্রুত কোনো সমঝোতা হতে পারে বলে আশাবাদও প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বুধবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না — এটা কোনোভাবেই ঘটবে না।” তিনি উল্লেখ করেন, আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং গাজা নিয়ে সমঝোতা “প্রায় কাছাকাছি” এসেছে।

বর্তমান পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ও পশ্চিম তীরের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। বেশ কয়েকটি পশ্চিমা দেশ সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে; তাতে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক তাপে নতুন মাত্রা এসেছে। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের কিছু গোষ্ঠী পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসাবে দেখেন।

যুক্তরাজ্য ও জার্মানি ইতোমধ্যেই পশ্চিম তীর দখলের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেন, পশ্চিম তীর দখল করা হলে তা “নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য” হবে।

অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে ভিডিও ভাষণে ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষই গাজার পূর্ণ দায়িত্ব নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে গাজাকে সংযুক্ত করা হবে। আব্বাস নিজে নিউইয়র্কে আসতে পারেননি — যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি বলে তিনি ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক ও ওই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলবে; সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই বিষয়ে বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদের বিষয়টি ভালভাবে বুঝেছেন।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD