আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে নির্বাচন কমিশন (ইসি)। দলটির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে’র রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। দলের প্রধান কার্যালয়: ৮৫/১, নয়াপল্টন মসজিদ গলি (তৃতীয় তলা), ঢাকা-১০০০।
এতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫২টিতে (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয়। এখন পর্যন্ত মোট ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা, শর্ত লঙ্ঘন কিংবা আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে।
বাতিল হওয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফেরত এলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে।









