এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
অভিযুক্ত অন্যরা হলেন—গ্রুপটির ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি ঋণ উত্তোলন করে বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। বর্তমানে এসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে এবং একে একে নিলামে তোলা হচ্ছে। এর ফলে ইসলামী ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে।
চট্টগ্রামভিত্তিক এই ব্যবসায়ী গোষ্ঠীর কর্ণধার সাইফুল আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত করা হয়। ইসলামী ব্যাংকের পর তারা সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ মোট ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।
এদিকে এর আগে সিঙ্গাপুরে সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। এছাড়া দেশে-বিদেশে তাদের শত শত ব্যাংক হিসাব, শেয়ার ও হাজার হাজার বিঘা জমি জব্দ বা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে ধাপে ধাপে।
সর্বশেষ এবার ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশের মাধ্যমে এস আলম গ্রুপের বিরুদ্ধে আইনগত চাপ আরও জোরালো হলো।









