বরগুনায় বিদ্যুৎ বিল বেশি আসার জেরে এক বিদ্যুৎকর্মীকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে সিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ওই নারীকে আটক করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন। এর আগে সকালে সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাঘাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতির দায়ের করা মামলার বরাত দিয়ে জানা যায়, বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী শিব রতন দাস (পিসিএম-পিয়ন কাম মেসেঞ্জার) নিয়মিত বিল বিতরণের কাজে ওই এলাকায় যান। এ সময় তিনি স্থানীয় সোবাহান মাস্টারের বাড়িতে বিদ্যুৎ বিল দিতে গেলে আগস্ট মাসে অতিরিক্ত বিল এসেছে বলে অভিযোগ তোলেন তার মেয়ে সিমা আক্তার। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে শিব রতনকে শিকল দিয়ে বেঁধে রাখেন।
খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত সিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিদ্যুৎকর্মীকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত সিমা আক্তারের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা বিচারাধীন রয়েছে।









