চট্টগ্রামের বোয়ালখালীতে উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরখিজিরপুর এলাকার নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।
মৃত ইসমা উপজেলার চরখিজিরপুর নাম্মাইর চৌধুরী বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে। তিনি হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন এবং সম্প্রতি কলেজে ভর্তি হন। তবে তার বাবা-মা বিয়ের জন্য চাপ দিলে অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।









