স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে

ষ্টাফ রিপোর্টার

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা হিসেবে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। দুদক উপসহকারী পরিচালক জাকির হোসেন তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর তারিখ ধার্য করে মিঠুকে কারাগারে পাঠান।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। অন্যদিকে, দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি দেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের মামলায় বলা হয়েছে, মিঠু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকার। এর মধ্যে কৃষিজমি, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে বিনিয়োগ করেছেন প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার, গাড়ি, ব্যাংক হিসাব, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিকসামগ্রী মিলিয়ে আরও ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে।

এছাড়া তার পরিবারের ব্যয়সহ মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। বৈধ উৎস হিসেবে চিহ্নিত হয়েছে ৭১ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে।

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, মিঠু স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সিন্ডিকেট করে মালামাল সরবরাহ, উন্নয়নকাজে প্রভাব বিস্তার এবং বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত। আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় তার এবং পরিবারের সদস্যদের নামে সম্পদ থাকার বিষয়েও অনুসন্ধান চলছে।

দুদক বলছে, এসব তথ্য যাচাই ও নতুন প্রমাণ উদঘাটনের জন্য মিঠুকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD