road accedent

বিআরটিএ'র প্রতিবেদন

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৪৭৮ জন

ষ্টাফ রিপোর্টার

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন এবং আহত হয়েছেন ৪৭৮ জন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্বাক্ষর করেন সংস্থাটির ‘রুটিন দায়িত্ব’ কর্মকর্তা নাজনীন হোসেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে মোট ৪০৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে—

  • মোটরকার বা জিপ দুর্ঘটনায় ১৭ জন,
  • বাস বা মিনিবাসে ৪০ জন,
  • ট্রাক বা কাভার্ডভ্যানে ২৯ জন,
  • পিকআপে ১২ জন,
  • মাইক্রোবাসে ১০ জন,
  • অ্যাম্বুলেন্সে ৫ জন,
  • মোটরসাইকেলে ১১৮ জন,
  • ভ্যানে ১৬ জন,
  • ট্রাক্টরে ২ জন,
  • ইজিবাইকে ১৯ জন,
  • ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন,
  • অটোরিকশায় ৩৬ জন
    এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ১০০ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়,

  • ঢাকা বিভাগে ১০৮ জন
  • চট্টগ্রামে ১১৩ জন
  • রাজশাহীতে ৪৪ জন
  • খুলনায় ৪২ জন
  • বরিশালে ১১ জন
  • সিলেটে ২৮ জন
  • রংপুরে ৪৭ জন
  • ময়মনসিংহ বিভাগে ২৫ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD