নতুন তারিখ ৩০ নভেম্বর

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ষ্টাফ রিপোর্টার

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আরও একবার সময় বাড়ানো হলো। এ নিয়ে ইতোমধ্যে ১২১ বার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩০ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে হাজির হলেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান নতুন তারিখ ঘোষণা করেন।

দুপুরে মামলার তদন্ত অগ্রগতি নিয়ে শুনানি শুরু হলে বিচারক তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন তার দায়িত্বের বিষয়টি। তখন তিনি জানান, তিনি পিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তদন্তে তিনি সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও ডিএনএ বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদ করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। দুই ব্যক্তির মিক্সড ডিএনএ পাওয়া গেলেও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণেই দেরি হচ্ছে বলে তিনি ব্যাখ্যা দেন।

তবে বিচারক বলেন, “আগের তদন্ত কর্মকর্তাও একই কথা বলেছেন। আপনার তদন্তের অগ্রগতিতে আদালত অসন্তুষ্ট। আপ্রাণ চেষ্টা করতে হবে।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলার তদন্তভার শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক পান। পরে ক্রমান্বয়ে ডিবি, র‌্যাব এবং সর্বশেষ হাইকোর্টের নির্দেশে পিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হয়। তদন্তে অগ্রগতি না হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে পিবিআই প্রধানের নেতৃত্বে ৪ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও এখনও প্রতিবেদন দাখিল করা যায়নি।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, আবু সাঈদ

কিন্তু দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় পার হলেও এখনো রহস্য উন্মোচন হয়নি, আর তদন্ত প্রতিবেদনও জমা দিতে পারেনি কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD