কক্সবাজারে ধর্ষণে বাধা দেওয়ায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হয়েছেন রঞ্জন চাকমা (৫৫)। ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবেশী বীরেন চাকমা (৫৪) তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী কালোদেবী চাকমা (৩৫)।

ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে। হত্যার পর পালানোর সময় স্থানীয়রা ঘাতক বীরেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দম্পতি সম্প্রতি রাঙামাটি থেকে কক্সবাজারে কাজে আসেন এবং পরিচিতজন বীরেন চাকমার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ঘটনার রাতে একসঙ্গে মদ্যপানের সময় বীরেন কালোদেবীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে রঞ্জনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।

স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তমাখা হাতে পালাতে থাকা বীরেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, ঘাতককে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD