বাগেরহাটে অবরুদ্ধ অফিস-আদালত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সরকারি অফিস ও আদালত অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধান ফটক বন্ধ করে দেন এবং চার আসন বহালের দাবিতে স্লোগান দিতে থাকেন।

একইসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকেও অবস্থান নিয়ে আন্দোলন চলছে। শুধু জেলা শহরেই নয়, বাগেরহাটের ৯টি উপজেলায়ও উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারি দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বদলীয় কমিটির নেতা-কর্মীরা। এই কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত বাগেরহাটবাসী কোনোভাবেই মেনে নেবে না। চারটি আসন বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় ওয়াহিদুজ্জামান দীপু জানান, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। আগামী সপ্তাহেই শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD