যুবলীগ নেতাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর গ্রেপ্তার, ওসি ক্লোজড

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতাকে থানায় আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোর ঘটনায় সমালোচনার ঝড় ওঠার পর এই সিদ্ধান্ত নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে ওসি পারভেজ আহমেদ সেলিম নিজ উদ্যোগে মাসিক ভোজসভার আয়োজন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওই ভোজসভায় নিমন্ত্রিত ছিলেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এর কয়েক ঘণ্টার মধ্যে শনিবার ভোরে (১৩ সেপ্টেম্বর) কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, সমালোচনার দায় এড়াতে এবং বিষয়টি ঢাকতে তড়িঘড়ি করে এই গ্রেপ্তারের নাটক সাজানো হয়।

ওসি পারভেজ আহমেদ সেলিম দাবি করেন, মোক্তার বেপারী বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় অংশ নেন এবং পরবর্তীতে তাকে আইনগত কারণে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার এই ব্যাখ্যায় ক্ষোভ প্রশমিত হয়নি স্থানীয়দের।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, “শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD