চাঁদা না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি

চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউনুস। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার উত্তর মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। হামলাকারী কারা এখনো শনাক্ত হয়নি। আমাদের টিম হামলার সঙ্গে জড়িতদের ধরতে ও শনাক্ত করতে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD