চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে ৬ বছরের এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র এবং অটোরিকশাচালক আবু তাহেরের ছেলে। অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম ইতালিপ্রবাসী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি আবু তাহের ও জাহাঙ্গীর আলমের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে বুধবার মাদ্রাসা থেকে ফেরার পথে জাহাঙ্গীর আলম শিশুটিকে মাথায় তুলে আছাড় দেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “দুই পরিবারের পূর্বশত্রুতার জেরে শিশুটিকে আছাড় মেরে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”









