হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হলমার্ক কেলেঙ্কারির মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছিলেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

তিনি জানান, তানভীর মাহমুদ অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুর দেড়টার দিকে তাকে কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল চারটার দিকে ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তার কিডনির কার্যক্ষমতা কমে গিয়েছিল। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টসহ নানা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন।

গত বছর অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ১০ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম।

উল্লেখ্য, ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তাসহ ব্যাংকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলোর একটিতে তানভীর মাহমুদ দণ্ডিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD