সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ নোটিশ দিয়েছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম সাংবাদিকদের জানান, “শোকজের খবর শুনেছি, তবে এখনো অফিসিয়ালি কোনো আদেশের কপি পাইনি।”
আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ শোকজ নোটিশ জারি করেন। বিষয়টি ওঠে আসে দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বরখাস্তকে কেন্দ্র করে করা এক রিটের প্রেক্ষিতে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেন এবং অন্য শিক্ষকদের চাপ দিয়ে অভিনন্দন জানাতে বাধ্য করেন। এমনকি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পদবি পরিবর্তন ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলসের পরিপন্থি।
এ ঘটনায় প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছে নেতিবাচক বার্তা গেছে বলে অভিযোগ ওঠে। ওই কারণেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়।









