সালমান শাহর মৃত্যু নিয়ে যা বললেন শাবনূর

বিনোদন প্রতিবেদক

নব্বই দশকের অমর নায়ক সালমান শাহ—যিনি অল্প সময়েই জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। মৃত্যুর প্রায় তিন দশক পরও তাকে ঘিরে উত্তেজনা ও রহস্যের অবসান হয়নি। সম্প্রতি তার মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে হত্যা মামলা দায়েরের পর আবারও আলোচনায় এসেছে তার নাম। এ প্রসঙ্গে মুখ খুলেছেন সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও সালমান শাহর নায়িকা শাবনূর।

রবিবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে সালমান শাহের মৃত্যু ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন শাবনূর।

তিনি লিখেন, “২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমি বর্তমানে বিদেশে অবস্থান করছি, সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।”

শাবনূর বলেন, “অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাচ্ছেন। তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, শুরুতে আমি কিছু বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ–সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছেন। আমার সম্পর্কে এসব ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি—অসত্য ও বিকৃত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।”

তিনি আরও লেখেন, “সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ–অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান ও শক্তিমান একজন অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়েছে।”

স্মৃতিচারণ করতে গিয়ে শাবনূর বলেন, “সালমানের অকাল মৃত্যু আমাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কিছু মানুষ হয়তো নিজেদের স্বার্থে আমাদের সম্পর্ক নিয়ে নানা গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে, যা আমাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই—সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই। যে–ই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক—এটাই আমার একান্ত প্রত্যাশা।”

শেষে সালমান শাহর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি লেখেন, “সন্তান হারানোর বেদনা কতটা গভীর, তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করা যায়। আমি আন্টি ও তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD