সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের পুরোনো এক ভিডিও সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেয়ার করেছেন সুপারস্টার সালমান খানের প্রতি কিশোরী বয়স থেকেই থাকা তার মুগ্ধতা, ভক্তি আর পরবর্তীতে তাদের বন্ধুত্বের অজানা গল্প। ভিডিওতে উঠে এসেছে কীভাবে একসময়কার এক উন্মুখ ভক্ত শেষ পর্যন্ত সালমানের নায়িকার আসনে পৌঁছালেন।

সুস্মিতা জানান, স্কুলজীবনে টিফিনের টাকা জমিয়ে সালমান খানের পোস্টার কিনতেন তিনি। তখনই মুক্তি পায় সালমান অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ছবির একটি জনপ্রিয় কবুতর–দৃশ্যকে কেন্দ্র করেও তিনি পোস্টার সংগ্রহ করেছিলেন। ঠিকমতো পড়াশোনা না করলে বাবা-মা ওই পোস্টার ছিঁড়ে ফেলার হুমকি দিতেন। সুস্মিতার কথায়, “আমি মানুষটার প্রেমে পড়ে গিয়েছিলাম।”

পর্দার সেই নায়ককে প্রথমবার সামনে দেখেন ‘বিবি নম্বর ওয়ান’ সিনেমার সেটে। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। শুটিংয়ের ফাঁকে সুস্মিতা তাকে শোনান তার ভক্ত হওয়ার গল্প। এক পর্যায়ে সালমান ইন্টারনেট ঘেঁটে সুস্মিতার ১৫ বছর বয়সের একটি ছবি খুঁজে পান যেখানে তার পেছনের দেয়ালে ঝোলানো ছিল সালমানের কয়েকটি পোস্টার। বিষয়টি দেখে সালমান অবাক হলে সুস্মিতা বলেন, “আগেই তো বলেছি, আমার রুমে সব থাকে।”

ভিডিওতে একটি মজার তথ্যও জানান সাবেক এই বিশ্বসুন্দরী। তিনি বলেন, একদিন সালমান তাকে জিজ্ঞেস করেছিলেন—তার অভিনীত কোন সিনেমাটি সুস্মিতার সবচেয়ে প্রিয়? উত্তরে তিনি বলেন, “ম্যায়নে পেয়ার কিয়া।” এরপর সালমান মজা করে বলেন, তিনি নাকি পরিচালক ডেভিড ধাওয়ানের কাছে গিয়ে বলবেন—“ম্যায়নে পেয়ার কিউ কিয়া” বানাতে, আর তাতে নায়িকা হবেন সুস্মিতা।

এভাবেই ভক্ত থেকে সহকর্মী—তারপর একসঙ্গে জন্ম নেয় হিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’-এর নামের পেছনের গল্প। পুরোনো এই ভিডিও আবারও নেটিজেনদের মনে টানছে নস্টালজিয়া ও মুগ্ধতা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD