সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

লিড নিউজ বিডি ডেস্ক

গাজা উপত্যকায় সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এছাড়া আরও ১৩ জন বন্দি মুক্তির প্রক্রিয়ায় আছেন বলে জানিয়েছে আলজাজিরা। অন্যদিকে, এখনো মুক্তির অপেক্ষায় রয়েছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন, যেখানে ইসরায়েলের কনেসেটে ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উত্তর গাজার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় ফিলিস্তিনিরা ধীরে ধীরে নিজেদের ভাঙা ঘরে ফিরে যাচ্ছেন। তবে এখনো সেখানে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তার তীব্র সংকট বিরাজ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপরদিকে, ৭ অক্টোবর ২০২৩ তারিখের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD