কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে কুষ্টিয়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচনী গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন।
রবিবার দিনব্যাপী তিনি আদাবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় (৯নং ওয়ার্ড) একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি দলীয় প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সারাদেশে মা-বোনদের জন্য ৪ কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার সুফল তারা আজীবন ভোগ করবেন।
তিনি আরও বলেন, দৌলতপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দৌলতপুর গড়ে তুলতে নারী-পুরুষ ও তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।









