শুভশ্রীকে নিয়ে এ কি বললেন দেব!

প্রেম ভেঙে যাওয়ার পর দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাজ করেননি টলিউডের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তবে ভক্তদের জন্য সুখবর—এতদিনের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। এ জুটির সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘ট্রাইব টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন দেব। বলেছেন, যদি এটা আমার শুভশ্রীর সঙ্গে শেষ সিনেমা হয়, তবে আমি চাই আমাদেরকে দর্শকরা যেভাবে দেখে এসেছেন বা ভালোবাসা দিয়ে এসেছেন, তার থেকে বেশি যেন ভালোবাসা দেন। এটা সত্যি যে, এই জন্মে অনস্ক্রিন জুটি হিসেবে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব।’

দেব আরও বলেন, ‘একটা প্রজন্ম আমাদের জুটিকে নিয়ে বড় হয়েছে। আজ তাদের অনেকেই হয়তো বিদেশে চাকরি করছে। আমি যখন লন্ডনে শুট করছিলাম, সেখানেও অনেক বাঙালি বলছিল, ‘ধূমকেতু লন্ডনে দেখতে চাই।’ আমি জিজ্ঞেস করলাম, কে কোথায় থাকেন। কেউ বললেন ঢাকা, কেউ মেদিনীপুর। তারা জানালেন, আমরা দেব-শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতাম।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD