রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, রাতের অন্ধকারে ভোট চাই না; তাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

সাংবাদিকদের কাজে সহায়তার শপথ দিয়ে সিইসি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা থাকবে না — কেন্দ্রের ভিড় না থাকলে প্রাথমিকভাবে ১০ মিনিট থাকবার অনুমতি দেওয়া হবে এবং প্রয়োজন দেখলে সময় বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। তিনি সাংবাদিকদের প্রতি আমন্ত্রণ জানান, নির্বাচনের তথ্য-আবহাওয়া তুলে ধরা ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় কমিশনের সঙ্গে সহযোগিতা করবেন।

তিনি ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো রোধে সাংবাদিকদের ভূমিকার ওপর জোর দিয়েছেন ও বলেন, ফ্যাক্ট চেকিং অপরিহার্য — ভুল তথ্য সাধারণ মানুষকে ক্ষতি করে। এ কারণে সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই করে পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে সিইসি আরও বলেন: অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে দেখতে কাজ করছে। রোহিঙ্গা ভোটারদের ব্যাপারে নির্বাচন হবে নতুন ভোটার তালিকা ভিত্তিতে, যাতে সাধারণ মানুষের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত হয়। কমিশনের কর্মচারী ও প্রিসাইডিং অফিসাররা দায়িত্বে নিষ্ঠার সঙ্গে থাকবেন; কাউকে ব্যক্তিগতভাবে সমস্যা সৃষ্টির সুযোগ দেয়া হবে না।

নির্বাচন পরিবেশ রক্ষা ও সঠিক সংবাদ পরিবেশনের জন্য সিইসি সাংবাদিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান এবং সবাইকে সতর্কভাবে তথ্য যাচাই করে জনগণের কাছে সত্য তুলে ধরার অনুরোধ জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD