রাজধানীতে আ.লীগ- নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক জমায়েত ও ঝটিকা মিছিলের আশঙ্কায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া ডিএমপির গোয়েন্দা ও থানা পুলিশের এ অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় রাজধানীর পান্থপথে পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল। এ অবস্থায় ডিএমপির বিভিন্ন টিম তৎপর রয়েছে।

তিনি আরও জানান, তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে ককটেলসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ডিবির অভিযানে এক স্থান থেকে আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

আজ বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপির সর্বশেষ তথ্যমতে, সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD