রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি নাশকতার চেষ্টা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার রাত আটটার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ট্রেনটি সচিবালয় স্টেশনে দাঁড়ানোর পর দুই ব্যক্তি হঠাৎ ট্রেনের ওপর উঠে পড়েন। এ সময় একজন কিছুক্ষণ ছাদে অবস্থান করেন, আরেকজন দ্রুত পালিয়ে যান। বিষয়টি নজরে আসার পরপরই নিরাপত্তার স্বার্থে উভয় দিকের (উত্তরা–মতিঝিল ও মতিঝিল–উত্তরা) ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।
তিনি আরও জানান, সম্ভাব্য ঝুঁকি এড়াতে মেট্রোরেলের সব বগি ও ট্রেন পরীক্ষা করা হচ্ছে। সবকিছু স্বাভাবিক পাওয়া গেলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
ডিএমটিসিএল এক ঘোষণায় জানায়, ঘটনাটি তদন্তাধীন। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।









