কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আটককৃত যুবকের নাম মো. আরিফুল ইসলাম (২৪)। তিনি দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সোমবার আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নায়েক সজল কুমার।
এ সময় বিজিবি সদস্যরা আরিফুল ইসলামকে আটক করে এবং তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্ত্র ও মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









