কুষ্টিয়ায় বিজিবির

বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

দৌলতপুর প্রতিনিধি: আশরাফুল ইসলাম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
​আটককৃত যুবকের নাম মো. আরিফুল ইসলাম (২৪)। তিনি দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সোমবার আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নায়েক সজল কুমার।
​এ সময় বিজিবি সদস্যরা আরিফুল ইসলামকে আটক করে এবং তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
​কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্ত্র ও মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD