বিশাল জয়ে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝলমলে ব্যাটিং, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফের জয়ের হাসি ফুটল বাংলাদেশের মুখে। সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর এটি টাইগারদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি সাক্ষী হলো এক ঘূর্ণি নৈপুণ্যের, যেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্বাগতিকরা ১৭৯ রানের ব্যবধানে হারিয়ে দিল ক্যারিবীয়দের। এই জয় মিরাজের অধিনায়কত্বে প্রথম সিরিজ জয়ও বটে।

দুপুরে টস জিতে ব্যাট হাতে নেমে দুর্দান্ত সূচনা করেন ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে ১৭৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে ফেরেন সাজঘরে। এরপর হৃদয় (২৮) ও শান্ত (৪৪)-এর ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ তোলে লড়াকু ২৯৬ রান।

প্রতিপক্ষের মধ্যে একমাত্র আকিল হোসেন কিছুটা সফল হন। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিন তোপে শুরু থেকেই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন। নাসুম আহমেদ ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ হোসেন (৩/৫৪) যোগ দেন ঘূর্ণিঝড়ে। অধিনায়ক মিরাজও নিজের নাম তুলেছেন উইকেট কলামে, নেন ২ উইকেট।

মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ দেখান আকিল হোসেন, করেন ১৫ বলে ২৭ রান। বাকিরা কেউই টাইগার স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি।

এ জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় (১৭৯ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে রেকর্ড গড়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD