বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর মো. সোহান (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিঞ্জিরি সাদা পাথর এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সোহান ও তার বন্ধু মো. শাকিল লামার মাতামুহুরী নদীর তীরঘেঁষা সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে রুম ভাড়া নেন। দুপুরে তারা দুজন নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির স্রোতে ভেসে যান। শাকিল সাঁতার কেটে নিরাপদে উঠতে পারলেও সোহান পানির নিচে তলিয়ে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লামা স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২২ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









