আখতারুজ্জামান সজল

বন্যা কবলিত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন

ইকরামুল হক ইহান

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। সম্প্রতি পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এ দুটি ইউনিয়নের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। বিশেষত চরাঞ্চলের মানুষজন খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে ভুগছিলেন। এমন মানবিক সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক জনাব মোঃ আখতারুজ্জামান সজল ব্যক্তিগত উদ্দ্যোগে বানভাসি মানুষের পাশে এসে দাঁড়ান।

শনিবার দুপুরে তিনি নিজে রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে বানভাসি পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। পরে তিনি দুই ইউনিয়নের ৫০০ অসহায় বানভাসি পরিবারের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির বোতল সরাসরি পৌঁছে দেন। ত্রাণ বিতরণের সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি ও স্থানীয় যুবদল, ছাত্রদল এবং কৃষকদলের নেতাকর্মীরা। তারা ত্রাণ সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে পৌঁছে দেন।

ত্রাণ বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আখতারুজ্জামান সজল বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমরা বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রাকৃতিক দুর্যোগে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকতে হবে। এ সংকট কাটিয়ে উঠতে আরও সহযোগিতা প্রয়োজন হলে ভবিষ্যতেও আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে দাড়াবো ইনশায়াল্লাহ। তিনি আরও বলেন, আমাদের ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বানভাসি মানুষের শুধু ত্রাণ নয়, পুনর্বাসন ব্যবস্থাও দ্রুত শুরু করার ব্যাপারেও নির্দেশনা দিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD