ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

ষ্টাফ রিপোর্টার

কাঙ্ক্ষিত বেতন গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও রাজপথে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—

  • সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নিশ্চিত করা।
  • চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন।
  • শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক অবস্থান নিয়েছেন। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরব না। এবার রাজপথেই সমাধান আদায় করতে হবে।”

দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে, এবং ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয়। তবে এই সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করে পূর্ণাঙ্গ দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

এ আন্দোলনে অংশ নিয়েছে আরও কয়েকটি সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD